
ওঙ্কার ডেস্ক : মুম্বইয়ের নেসকো-তে চলছে ভারতবর্ষের সবথেকে বড় আর্ট ফেয়ার. প্রায় ৫০০ জন নির্বাচিত শিল্পী ৬০০০ শিল্প সামগ্রী পেশ করেছেন এই চিত্র প্রদর্শনীতে. ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে এই আর্ট ফেয়ার.
যেদিকেই তাকাবেন চোখধাঁধানো সব ছবি. কেউ রঙ তুলির টানে, কেউ বা পেন্সিলের আঁকায় নিজেদের ভাবনা ফুটিয়ে তুলেছেন. বহু ছবি প্রেমী মানুষ আসছেন দেখছেন এই অনন্য প্রদর্শনী। শিল্পীদের কাজের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা.
উল্লেখ্য, ওয়েস্ট বেঙ্গল থেকে ১৭ জন বিখ্যাত শিল্পী এই ফেয়ারে তাঁদের সেরা সৃষ্টি ফুটিয়ে তুলেছেন. সেই তালিকায় রয়েছেন – সিদ্ধার্থ কর্মকার, পিনাকি মুখোপাধ্যায়, অর্ঘ্য ভট্টাচার্য, মৌমিতা দাস, সোমনাথ মুখোপাধ্যায়, পর্ণা পুরকায়স্থ, সুবীর মাইতি, সুব্রত কর, শেখর বসু, স্বাগতা চক্রবর্তী, বাপ্পা ভৌমিক, মৌমিতা বসু, অশোক গঙ্গোপাধ্যায়, শ্রাবণী গঙ্গোপাধ্যায়, সুলগ্না ঘোষ, এবং ভক্ত.