
ওঙ্কার বাংলা ডেস্ক: দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি নিল আম আদমি পার্টি। কংগ্রেসের সঙ্গে না চলে এককভাবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। বুধবার সকালে দলের অবস্থান আরও এক বার স্পষ্ট করে দিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে সংবাদ সংস্থা এএনআই দাবি করেছিল, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আপ জোট করেই লড়বে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল তারা ইন্ডিয়া জোটে নয়, এককভাবে লড়াই করবে। আপের তরফে বলা হয়েছে কংগ্রেস কেন, কোনও দলের সঙ্গেই তারা জোট করবে না।
প্রসঙ্গত আগামী বছরের শুরুতেই রয়েছে দিল্লিতে বিধানসভা নির্বাচন। এর আগে চলতি ডিসেম্বর মাসের প্রথমদিকে কেজরিওয়াল জানিয়ে দিয়েছিলেন আপ নিজের ক্ষমতার জোরে একাই লড়বে ভোটে। কিন্তু তার পরেও জলঘোলা হয়েছিল ইন্ডিয়া জোটের নেতা শরদ পওয়ারের সঙ্গে কেজরির বৈঠকের পর। সেই আবহে আরও একবার দলের অবস্থান স্পষ্ট করলেন তিনি।
উল্লেখ্য দিল্লি বিধানসভায় ২০১৫ সাল থেকে ক্ষমতার আসনে রয়েছে আপ। গত বিধানসভা ভোটে অর্থাৎ ২০২০ সালের নির্বাচনে দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬২টিতেই জিতেছিল আম আদমি পার্টি। মাত্র ৮টি আসনে জয়ী হয় ভারতীয় জনতা পার্টি।