
ওঙ্কার ডেস্ক: হেরে গেলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লি কেন্দ্র থেকে বিজেপির পরবেশ বার্মার কাছে ৩ হাজার ১৮২ ভোটে পরাজিত হয়েছেন তিনি। কেজরিওয়ালকে হারানো পরবেশ বার্মা হতে চলেছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। এমনটাই খবর বিজেপি সূত্রে। শনিবারই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আপের হেভিওয়েট নেতা মণীশ সিসোদিয়াও পরাজিত হয়েছেন। জংপুরা কেন্দ্র থেকে তিনি পরাজিত হয়েছেন। বিজেপির তরবিন্দর সিংহ মণীশকে প্রায় ৬০০ ভোটে পরাজিত করেছেন। তিন হেভিওয়েটের একজন অতিশী মার্লেনা। যিনি দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি জয়ী হয়েছেন কালকাজি কেন্দ্র থেকে।
দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৭টিতে এগিয়ে রয়েছে বিজেপি। মূলত, ২৭ বছর পর দেশের রাজধানীতে প্রত্যাবর্তনের পথে গেরুয়া শিবির। ১৯৯৮ সালে শেষ বার তারা দিল্লির ক্ষমতা দখল করেছিল। বিজেপির শেষ বারের মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তার পর দিল্লিতে ক্ষমতায় আসে কংগ্রেস।