
জয়ন্ত সাহা,আসানসোল: আসানসোলে থেকে সরে দাঁড়ালেন পবন সিং। বিজেপির লোকসভার প্রার্থী হচ্ছেন না ভোজপুরী তারকা গায়ক পবন সিং। রবিবার টুইট করে নিজেই জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা। আসানসোলে পদ্ম ফোঁটাতে ভোজপুরী তারকা গায়ক পবন সিংকে প্রার্থী করেছে বিজেপি।আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির ও বিধায়ক অগ্নিমিত্রা পালের সংঘাত এড়াতে ভোজপুরি বাবুতে ভরসা রেখেছিলেন মোদি শাহরা। যদিও গায়ক হিসাবে মানলেও প্রার্থী হিসাবে মেনে নিতে চাইছেন না আসানসোলের মানুষ। স্থানীয় কেউ প্রার্থী হলে ভালো হতো বলে দাবি করেছেন তারা।
ভোজপুরী ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় তারকা গায়ক পবন সিং। তার গানে কোমর দোলায় আট থেকে আশি সব বয়সের সঙ্গীত প্রেমী। তবে যে আসানসোলের পদ্ম ফোঁটানোর ভার পবন সিংকে দিয়েছে মোদি সাহরা। সেই আসানসোলের মানুষ চেনেন না পবন সিংকে। শিল্পাঞ্চলের যুব সমাজ ও নাম শোনেনি পবন সিংয়ের।এদিকে পবন সিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন আসানসোলর প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। টুইট করেন রাজ্যের পর্যটন মন্ত্রী। তার অভিযোগ, পবন সিং নারী বিদ্বেষী। তার গানের মাধ্যমে বাঙালি নারীদের উদ্যেশ্যে কু রুচিকর গান বাঁধেন তিনি। বাবুলের টুইটের ঠিক পরেই টুইট করেন পবন সিং। টুইটে তিনি দাবি করেন আসানসোল থেকে তিনি ভোটে দাঁড়াচ্ছেন না।