
জয়ন্ত সাহা,আসানসোল:গত দু বছরে আসানসোল লোকসভা কেন্দ্রে কাজের পরিসংখ্যান সাংবাদিক বৈঠকে তুলে ধরলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। বৃহস্পতিবার আসানসোলে এক সাংবাদিক বৈঠক করেন তৃনমূল কংগ্রেস। এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিয়মের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক , ও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এদিনের সাংবাদিক বৈঠকে সাংসদ শত্রুগ্ন সিনহা বলেন “অন্যান্য উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতিকরণে তিনি বেশি জোর দিয়েছিলেন”। পাশপাশি শত্রুঘ্ন সিনহা দাবি করেন প্রতি মাসে তিনি দুই থেকে তিনবার এলাকায় আসতেন। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে কাজ করেছেন। প্রায় দু বছরে সময়কালে সাংসদ প্রায় ১৩ কোটি ২২ লক্ষ ৮৪ টাকা উন্নয়ন খাতে খরচা করেছেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।
প্রসঙ্গত উল্লেখ্য আসানসোল লোকসভা কেন্দ্রে প্রায় দু বছর আগে উপনির্বাচনে দু লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ২০২৪ শের লোকসভা নির্বাচনে ফের বিহারী বাবুকেই প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে তৃনমূল কংগ্রেস।