
জয়ন্ত সাহা,আসানসোলঃ একটি বেসরকারি কোম্পানি ইসিএলের বেলবাঁধ কোলিয়ারিতে পিওবি সরবরাহের বরাত পেয়েছে। ২৮ ও ২৯ জুন সেই বালি বোঝাই ট্রাক আটকে, চালক ও মুন্সিকে মারধর করার অভিযোগ উঠে তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং ও তার দলবলের বিরুদ্ধে। সংস্থার তরফে কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তোলাবাজির। জামুরিয়া থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সংস্থাটি। তদন্তে নেমে পুলিশ দু জনকে গ্রেফতার করে। তার পরেই, জামুরিয়া পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে তৃণমূল নেতা কর্মাধ্যক্ষ উদীপ সিং। তিনি বলেন, দল পাশে না দাড়ালে দলীয় পদ এবং সরকারি পদ থেকে পদত্যাগের হুমকি দেন। তিনি আরও বলেন, “আমি জামুড়িয়া এলাকায় মাটি ও বালির বেআইনি কারবার বন্ধে সক্রিয় ভূমিকা নেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যে এফআইআর করেছে জামুড়িয়া থানার ওসি রাজশেখর মুখোপাধ্যায়। পাণ্ডবেশ্বর প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন তৃনমূলে যারা থাকেন তারা স্বাধীনভাবে থাকতে পারেন না। কারণ জামুরিয়া সমস্ত কিছুই আসানসোলের তৃণমূল নেতৃত্ব দ্বারা পরিচালিত হয়। প্রসঙ্গত, জামুরিয়ার তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এলাকায় বাঘ বলে পরিচিত। কান পাতলেই শোনা যায়, তার কথাতেই বাঘে গরুতে এক ঘাটে জল খায় জামুরিয়ায়। জামুড়িয়া এলাকায় মাটি,বালি এবং কয়লার অবৈধ কারবার তিনি কিং বলে বিরোধীরা দাবি করে। ইসিএলের বেলবাঁধ কোলিয়ারি কাছ থেকে বালির গাড়ি প্রতি ৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।