
জয়ন্ত সাহা, আসানসোল: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে প্রায় ১মাস কাটতে গেলেও শান্ত হচ্ছে না রাজনৈতিক ময়দান। কখনো বিরোধী গোষ্ঠী দ্বন্দ্ব আবার কখনো অন্তর্গোষ্ঠি দ্বন্দ্বের ছবি ধরা পড়ছে সংবাদের পর্দায়। এবার আসানসোলের কুলটিতে প্রকাশ্য দেখা গেল তৃণমূলের গোষ্ঠী কোন্দল।তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কুলটি থানায় বিক্ষোভ দেখালো তৃণমূল। সোমবার রাতে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভ দেখায় এলাকার তৃণমুলের একাংশ। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হুসেন।আখতার হুসেনর অভিযোগ দিন কয়েক আগে কুলটিতে বিদ্যুতের খুঁটিতে এক যুবককে মারধর করা হয়েছিল।সেই মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।সেই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর নাদিম আখতার জড়িত রয়েছে।তার বিরুদ্ধে এই বিক্ষোভ। তাদের দাবি অবিলম্বে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।তবে এদিনের বিক্ষোভের দলের কোনো অনুমতি নেই বলে জানিয়েছেন কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত। যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর নাদিম আখতার।