
ওঙ্কার ডেস্ক: নাবালিকা ধর্ষণে সাজাপ্রাপ্ত ধর্মগুরু আশারাম বাপু অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। স্বঘোষিত এই ধর্মগুরু ১৭ দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। এরপর রাজস্থানের যোধপুর সংশোধনাগারে ফেরেন। সংশোধনাগারে ফিরে আসার ৬দিন পরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। তার চিকিৎসার জন্যে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালত সূত্রের খবর, আগামী ৩১ মার্চ পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। সেইসঙ্গে শর্তও বেঁধে দেওয়া হয়েছে। সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার পর ভক্তদের সঙ্গে এই স্বঘোষিত ধর্মগুরু দেখা করতে পারবেন না বলে জানিয়ে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ৮৩ বছর বয়স্ক আশারাম বাপুর আসল নাম আসুমাল সিরুমলানি হরপালানি। ২০১৩ সালে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যোধপুরে নিজের আশ্রমে একজন কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। ওই ঘটনার পরই আশারামকে গ্রেফতার করে পুলিশ।
শীর্ষ আদালত আরও জানিয়েছে, শুধুমাত্র আশারাম বাপুকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁকে এসকর্ট করে নিয়ে যেতে পারবে পুলিশ। তবে কোথায় তিনি চিকিৎসা করাবেন তা পুলিশ ঠিক করে দেবে না।
স্বঘোষিত ধর্মগুরুর আইনজীবীরা অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের সময় জানান, তিনি গুরুতর অসুস্থতায় ভুগছেন। উল্লেখ্য, গতবছর পুনেতে চিকিৎসা করান তিনি। হার্ট সংক্রান্ত অসুস্থতার কারণে তখন তাকে যোধপুর এইমস-এ ভর্তি করা হয়।
সূত্রের খবর, ২০১৮ সালের এপ্রিলে যোধপুরের একটি আদালত আশারাম বাপুকে আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণ করার দায়ে দোষী সাব্যস্ত করে। এরপর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এই মামলায় তার দুই সহযোগীকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এরপর ২০২৩ সালের জানুয়ারিতেও আরেকটি ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হন।
ভিডিও দেখুন-