
নিজস্ব প্রতিনিধি, রবিবার বিভিন্ন জেলায় বিক্ষোভ আশাকর্মীদের।একদিকে যেমন জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আশাকর্মীরা।পাশাপাশি বসিরহাট জেলা হাসপাতালে সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় আশাকর্মীদের। রবিবার দেশ জুড়ে পোলিও কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতেও অংশ নেননি আশা কর্মীরা। তাদের অভিযোগ রাজ্য সরকার কম টাকার বিনিময়ে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ করিয়ে নিচ্ছে ,তাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছেনা। এই অভিযোগ তুলে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধেও, সরব হন তারা। কেন্দ্র সরকারের কাছ থেকে যদি যথার্থ ইনসেন্টিভ না মেলে। তবে দিনের পর দিন লাগাতার কর্ম বিরতি পালন করবে বলেও হুশিয়ার দেন আশা কর্মীরা।