
স্পোর্টস ডেস্ক :এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বিসিসিআই। আগামী বছর এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যদিও কোথায় কবে কাদের খেলা তা চূড়ান্ত হয়নি।১৯৯০-৯১ সালে ভারতে শেষবার বসেছিল এশিয়া কাপের আসর। সেবার ফাইনাল হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের ভারত।গত বছর পিসিবি এশিয়া কাপের আয়োজক ছিল। কিন্তু ভারত পাকিস্তানে যেতে রাজি হয়নি। সে কারণে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শ্রীলঙ্কাও এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। এসিসি-র আওইআই থেকে জানা যাচ্ছে, আগামী বছর ভারতে এশিয়া কাপ হবে টি২০ আন্তর্জাতিক ফরম্যাটে।
উল্লেখ্য, ২০২৬ সালে টি২০ বিশ্বকাপ রয়েছে। সে কারণেই টি২০ ফরম্যাটে আগামী বছর পুরুষদের এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত। ২০২৭ সালে রয়েছে পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে, বাংলাদেশের মাটিতে ওডিআই ফরম্যাটে এশিয়া কাপ হবে বলে জানানো হয়েছে.এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান এখন জয় শাহ, যিনি বিসিসিআইয়ের সচিব। গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে ইনভিটেশন ফর এক্সপ্রেশনস অব ইন্টারেস্ট প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে স্পনশিরশিপে আগ্রহীদের আমন্ত্রণ জানানো হয়েছে ২০২৪ থেকে ২০২৭ সালের ভারত,পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা একটি দল ২০২৫ ও ২০২৭ সালের এশিয়া কাপে খেলবে। দুটি ক্ষেত্রেই ফাইনাল-সহ মোট ১৩টি করে ম্যাচ হবে।
মহিলাদের এশিয়া কাপ গতকালই শেষ হয়েছে। শ্রীলঙ্কা প্রথমবার কাপ জিতেছে ভারতকে হারিয়ে। পরবর্তী মহিলা এশিয়া কাপ ২০২৬ সালে হবে টি২০ ফরম্যাটেই। ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে চারবার পুরুষদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ হবে, প্রতিটি সংস্করণে হবে ১৫টি করে ম্যাচ।