
স্পোর্টস ডেস্ক :তিন দিন পরেই শুরু হয়ে যাবে এশিয়া কাপ। চলতি বছর পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এই প্রতিযোগিতা। এশিয়া কাপের উদ্বোধন হবে পাকিস্তানে। প্রতিযোগিতার প্রথম ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই কর্তাদের। পাকিস্তানের এই প্রস্তাবে সাড়া দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ৩০ অগস্ট মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলে শ্রীলঙ্কায় রওনা দেবে পাকিস্তান। কারণ, তার দুই দিন পর অর্থাৎ ২ সেপ্টেম্বর রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ৪-৭ সেপ্টেম্বর লাহোরে থাকবেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্ল। তাঁরা পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি বলেছেন, ‘২ সেপ্টেম্বর রজার বিনি, রাজীব শুক্ল এবং জয় শাহ ক্যান্ডিতে অনুষ্ঠিত হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচের জন্য শ্রীলঙ্কায় থাকবেন। এই তিনজন ভারতে ফিরবেন ৩ সেপ্টেম্বর। তারপর বিসিসিআই সভাপতি এবং সহ-সভাপতি ওয়াঘা বর্ডার হয়ে লাহোরে যাবেন।’
সূত্রের খবর, ৪ সেপ্টেম্বর রজার বিনি ও রাজীব শুক্ল’কে সস্ত্রীক পিসিবির পক্ষ থেকে লাহোরে গভর্নরের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।জানা যাচ্ছে, বিনি ও শুক্ল ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দেখে পরের দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচেও উপস্থিত থাকতে পারেন।