
স্পোর্টস ডেস্ক : আগামী এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো ভারতীয় নির্বাচকরা। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেলেন তিলক ভর্মা। এছাড়া চোট সারিয়ে দলে এলেন লোকেশ রাহুল আর শ্রেয়স আইয়ার। এদিন দিল্লীর তাজ হোটেলে ভারতীয় দলের বৈঠকে হাজির ছিলেন অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটি আর অধিনায়ক রোহিত শর্মা আর কোচ রাহুল দ্রাবিড়। যদিও শিকে ছিড়লো না রবিচন্দ্র অশ্বিনের। একমাত্র স্পিনার হিসেবে দলে কুলদীপ যাদব।এশিয়া কাপে ভারত অভিযান শুরু করবে ২ সেপ্টেম্বর পাকিস্তান ম্যাচ দিয়ে। এক নজরে দেখে নিন ভারতীয় দল—রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।