
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ২০২৩-এর মঞ্চে নিজেদের প্ৰথম ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্ধির ম্যাচ দেখার জন্য ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২রা সেপ্টেম্বর, শনিবার, শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে উভয় দলই এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে চাইবে।
পাকিস্তানের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজওয়ান আসন্ন এশিয়া কাপে হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচের ব্যাপারে নিজের মতামত জানিয়েছেন। তার মতে যে দল চাপকে ভালোভাবে সামলাতে পারবে সেই দলই ম্যাচটি জিতবে। তিনি মনে করছেন যে উভয় দলই ভালো এবং তাদের নিজ নিজ শক্তি ও দুর্বলতা রয়েছেএকটি সাক্ষাৎকারে মহম্মদ রিজওয়ান বলেন, “ভারতও একটি ভালো দল, আমরাও একটি ভালো দল। ভারতের শক্তি এবং দুর্বলতা রয়েছে এবং আমাদেরও রয়েছে। এটি একটি চাপের ম্যাচ হবে যা বিশ্ব দেখতে চলেছে। আমার মতে একজন তারকা খেলোয়াড় এবং একজন নিয়মিত আন্তর্জাতিক খেলোয়াড়ের মধ্যে একটি পার্থক্য হল অভিজ্ঞতা। যে চাপ সামলাবে সে ম্যাচ জিতবে।”