
স্পোর্টস ডেস্ক :৩০অগাস্ট থেকে শুরু এবারের এশিয়া কাপ। অনেকেই ভারত আর পাকিস্তানকে ফেভারিট বলছেন তবে এই তত্ত্ব মানতে রাজি নন প্রাক্তন পাকিস্তানি তারকা পেসার ওয়াসিম আক্রম । এদিন আক্রম জানলেন,ভারত হোক বা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা, এই টুর্নামেন্ট থেকেই বোঝা যাবে, বোলাররা ১০ ওভার করার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা। এখন বেশির ভাগ বোলারই ৪ ওভার করতেই অভ্যস্ত টি২০ ক্রিকেটে ।’
সুইং অফ সুলতান জানালেন , ‘গ্রুপ পর্বে শীর্ষে থাকতে হলে জিততে হবে। সবচেয়ে বড় কথা, এ বার ৫০ ওভারের ফরম্যাট। টি২০ নয়। সহজ কথায়, মানসিকতা এবং ফিটনেস দুর্দান্ত প্রয়োজন। প্রতিটা দলের জন্যই কঠিন পরীক্ষাগত বার আমরা সকলেই কার্যত গতবার ধরে নিয়েছিলাম, ভারত-পাকিস্তান ফাইনাল হবে। শেষ অবধি শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়। এই তিনটি দলই বিপজ্জনক। যে কেু চ্যাম্পিয়ন হতে পারে। অন্যান্য় টিমও ফাইট দেবে। গত বার শ্রীলঙ্কা জিতেছে। ভারত কিন্তু ফাইনালে যেতে পারেনি।শ্রীলঙ্কা ভালো খেলছে বাংলাদেশ উন্নতি করছে । সেই কারণে ফেভরিট বাছা কঠিন।’