
স্পোর্টস ডেস্ক :এশিয়া গেমসের জন্য মঙ্গলবার (১ অগস্ট) ২২-সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। আর ভারতীয় দলে মোহনবাগানের সুহেল ভাট। সুহেল খুব ভালো পারফরমেন্স করছেন কলকাতা লিগে। তারই পুরস্কার হিসেবে তিনি দলে।১৯ সেপ্টেম্বর থেকে চিনের হাংঝউয়ে আয়োজিত হতে চলেছে এশিয়ান গেমস।
মোট ২৩টি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ই’-তে রয়েছে ৪টি করে দল এবং গ্রুপ ‘ডি’-তে রয়েছে তিনটি দল। নয় বছরের ব্যবধানে ফের এশিয়ান গেমসে অংশ নিতে চলেছে দুই বারের চ্যাম্পিয়ন ভারত। ভারতীয় দল রয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে আয়োজক দেশ চিন, বাংলাদেশ এবং মায়ানমার। হ্যাংজু এশিয়াম গেমসের ভারতীয় দলে মোহনবাগানের সুহেল ভাট। মঙ্গলবার ঘোষিত সম্পূর্ণ দল:
গোলরক্ষক:
গুরপ্রীত সিং সান্ধু
গুরমিত সিং
ধীরাজ সিং মৈরাংথেম
ডিফেন্ডার:
সন্দেশ ঝিঙ্গান
আনোয়ার আলি
নরেন্দ্র গেহলোট
লালচুংনুঙ্গা
আকাশ মিশ্র
রোশন সিং
আশিস রাই
মিডফিল্ডার:
জেকসন সিং থৌনাওজাম
সুরেশ সিং ওয়াংজাম
লালেংমাউইয়া রালতে
অমরজিৎ সিং কিয়াম
রাহুল কান্নোলি প্রবীন
মহেশ সিং নাওরেম
ফরওয়ার্ড:
অনিকেত অনিল যাদব
বিক্রম প্রতাপ সিং
রোহিত দানু
শিব শক্তি নারায়ণন
রহিম আলি
সুনীল ছেত্রী
#