
স্পোর্টস ডেস্ক :
এশিয়ান গেমসে ভারতীয় দলে সুযোগ পেয়ে বিশেষ বার্
এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন রিঙ্কু সিং। সেই থেকেই তাঁকে নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছিল। ভারতীয় দলে রিঙ্কু সিংকে খেলানোর দাবীতেই সোচ্চ্বার হয়েছিলেন সকলে। কয়েকটা দিন দেরী হলেও শেষপর্যন্ত ভারতীয় দলের জার্সি গায়ে উঠতে চলেছে রিঙ্কু সিংয়ের। আদামী এশিয়ান গেমসেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। সেখানেই জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং। সুযোগ পাওয়ার পরই এক বিশেষ বার্তা রিঙ্কু সিংয়ের।
যদিও তিনি মুখে কিছু বলেননি, ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েই নিজের মনের ভাব জানিয়েছেন এই তারকা ক্রিকেটার। সেখানে নজর ইমুলেটের একটি ইমোজি ব্যবহার করেছেন রিঙ্কু সিং। সাধারণ ইমোজি হলেও সেটা যে কতটা অর্থবহ তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ভারতীয় দলে সুযোগ পেয়ে তিনি যে কতটা আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আসন্ন এশিয়ান গেমসে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেখানেই দেখা যাবে রিঙ্কু সিংকে।