
নিজস্ব প্রতিনিধিঃ পেল বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস। ডিব্রুগড় রেল স্টেশন ছাড়ার পর, ইঞ্জিন থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে, কোনও হতাহতের খবর নেই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। বুধবার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক, সব্যসাচী দে জানান, প্রযুক্তিগত কারণে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। অসমের ডিব্রুগড় থেকে হাওড়া যাচ্ছিল কামরূপ এক্সপ্রেস।