
অপর্না পুরকায়স্থ, ডিব্রুগড়ঃ খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন জেলবন্দি অবস্থায় থেকেই। এবার তার মুক্তির জন্য আদালতের দ্বারস্থ হলেন তার বাবা তারসেম সিং। অহমের ডিব্রুগড় কেন্দ্রীয় সংশোধনাগার অমৃতপাল সিং এর সঙ্গে দেখা করলেন বাবা ও মা। অমৃতপাল সহ নয়জন খালিস্তানিকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন জেলবন্দি অবস্থায় থেকেই। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আছে। ভোটে জেতার পরে তার আইনজীবীরা তার জামিনের ব্যবস্থা শুরু করেছেন। শনিবার অহমের ডিব্রুগড় কেন্দ্রীয় সংশোধনাগার অমৃতপাল সিং এর বাবা এবং মা। সংবাদ মাধ্যমকে অমৃতপাল সিং এর বাবা তারসেম সিং বলেন, অমৃতপাল সিং পাঞ্জাব থেকে মাদকের আতঙ্ক ক্ষতম করেছে। কিন্তু তাকেই জেল বন্দী করেছে সরকার। লোকসভা সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য তাকে শীঘ্রই মুক্তি দেওয়া হোক।
ওয়ারিস পাঞ্জাব ডে-এর প্রধান অমৃতপাল সিং সহ ১০ জন খালিস্তানি বন্দিকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। অমৃতপাল সিংকে ২৩ এপ্রিল পাঞ্জাব থেকে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। অমৃতপাল সহ নয়জন খালিস্তানিকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে বিশেষ কক্ষে রাখা হয়েছে।