
নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছে দুর্গা পুজোর সময়ে মদ বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হল গুয়াহাটিতে। পুজোর তিন দিনে মদ বিক্রি হয়েছে প্রায় ২২ কোটি টাকার। এর আগে কোন পুজা বা উৎসবে গুয়াহাটিতে এত পরিমাণ মদ বিক্রি করা হয়নি বলে জানিয়েছে অসমের আবগারি দফতর। আবগারি দফতর জানিয়েছে, দুর্গা পুজোর সময়ে যে মদ বিক্রি হয়েছে তা আগের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এই সঙ্গেই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। তারা জানিয়েছে, দুর্গা পুজার শেষ তিন দিনে শুধুমাত্র গুয়াহাটিতেই প্রায় ২২.৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় চলতি বছরে দুর্গা পুজোতে প্রায় ৬ কোটি টাকার বেশি। গত বছর, দুর্গাপুজোর সময়ে গুয়াহাটিতে মদ বিক্রি হয়েছিল ১৬ কোটি ৮০ লাখ টাকার।