
স্পোর্টস ডেস্ক :২১শে আগস্ট, সোমবার, এশিয়া কাপ ২০২৩-এর জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে ভারত। এই দলে অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জায়গা পাননি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার এই প্রসঙ্গে মুখ খুলেছেন। এই ১৭ জনের দলটিকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। অন্যদিকে, হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা একটি সংবাদ সম্মেলনে ১৭ জনের দলটি ঘোষণা করেন। এরপর এই দল নিয়ে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল দলে জায়গা করে নিতে পারেননি। অনেকেই নির্বাচকদের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অন্যদিকে, ওডিআই ক্রিকেটে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে না পারা সত্ত্বেও দলে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত একটিও একদিনের ম্যাচ খেলেননি তিলক ভার্মা। তবে তাকেও নির্বাচকরা এই দলে রেখেছেন।প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার বলেন, “হ্যাঁ, কিছু খেলোয়াড় আছে যারা বিশ্বাস করবে যে তারা ভাগ্যবান। তবে দল বাছাই করা হয়ে গেছে। তাই (রবিচন্দ্রন) অশ্বিনের কথা বলবেন না। বিতর্ক সৃষ্টি করা বন্ধ করুন। এটা এখন আমাদের দল। আপনি যদি এটি পছন্দ না করেন তবে ম্যাচগুলি দেখবেন না তবে বলা বন্ধ করুন যে তাকে বাছাই করা উচিত ছিল বা অন্য কারোর সেখানে থাকা উচিত, এটি একটি ভুল মানসিকতা। এই দল বিশ্বকাপ জিততে পারে।’