
স্পোর্টস ডেস্ক :প্রথম দুই দিন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের দিকেই তাকিয়েছিলেন সকলে। যদিও তৃতীয় দিন বেশীক্ষণ ক্রিজে তাকতে পারেননি এই তরুণ ক্রিকেটার। সেই জায়গা থেকেই ভারতীয় লের হয়ে লড়াইটা শুরু করেছিলেন বিরাট কোহলি। সেঞ্চুরী না পেলেও ফের একবার বড় রানের ইনিংস খেললেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেইসঙ্গে এই ম্যাচেই টেস্টের ম়ঞ্চে সর্বোচ্চ রানের তালিকায় বীরেন্দ্র সেওয়াগকেও টপকে গিয়েছেন তিনি। সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে। তেবে এদিন ভারতীয় দলের জয়ের পিছনে প্রধান কারিগড় কিন্তু রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম ইনি্ংসের পর দ্বিতীয় ইনিংসেও সেই রবিচন্দ্রন অশ্বিনের হাক ধরেই তাসের ঘরের মতো ভেঙে ক্যারিবিয়ান ব্রিগেডকে ভেঙে দিয়েছে টিম ইন্ডিয়া। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই তারকা ক্রিকেটারকে ভারতীয় দলে না রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত যে কতটা ভুল হয়েছিল, সেটা মাঠে নেমেই বুঝিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে একাই তুলে নিয়েছেন ৭ টি উইকেট। আর তাতেই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা একেবারে পাকা হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন।তৃতীয় দিন ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইটা শুরু করেছিলেন বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল। সেখানেই শেষপর্যন্ত ১৭১ রানে থামতে হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। সেখান থেকেই ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করেছিলেন বিরাট কোহলি। তাঁর হাত ধরেই ভারতীয় দল ৪০০ রানের গন্ডী টপকায়। বিরা কোহলি ফেরেন ৭৬ রানে। এরপরই ইনিংস ঘোষণা করেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কার্যত রানের পাহাড় তৈরি করেছিল ভারতীয় দল।