
স্পোর্টস ডেস্ক :টেস্ট ক্রিকেটে একটি নতুন রেকর্ড গড়েছেন দুই অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তারা একসাথে ৫০০টি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন দ্বিতীয় ভারতীয় স্পিনার জুটি যারা এই কাজটি করেছেন। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে প্ৰথম এই মাইলফলকটি স্পর্শ করেছিলেন অনিল কুম্বলে এবং হরভজন সিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ক্রেগ ব্রেথওয়েট এবং কির্ক ম্যাকেঞ্জিকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই দুটি উইকেটের মাধ্যমেই ৫০০টি উইকেটের মাইলফলক স্পর্শ করেছিল অশ্বিন-জাদেজা জুটি।
রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা মিলে এখনও পর্যন্ত একসাথে ৪৯টি টেস্ট খেলেছেন। সুতরাং, তারা মাত্র ৪৯টি ম্যাচ একসাথে খেলে এই রেকর্ডটি করেছেন। এই ৫০০টি উইকেটের মধ্যে বেশিরভাগই রয়েছে অশ্বিনের ঝুলিতে। অশ্বিন এই ৪৯টি ম্যাচ খেলে ২৭৪টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে, জাদেজা এই ৫০০টি উইকেটের মধ্যে ২২৬টি উইকেট নিয়েছেন।