
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : প্রতারণার ভয়ে কোনদিনও ইউপিআই ব্যবহার করতে না তাপস চক্রবর্তী। অথচ তাঁরই চুরি যাওয়া মোবাইল ফোন নম্বর নিয়ে ইউপিআই আইডি বানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিল দুস্কুতিরা। এ ভাবেই গত ১১ ফেব্রুয়ারি ৬১ বছর বয়সের এই পুরোহিতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ২লক্ষ ২২ হাজার ৮০০ টাকা। ওই দিন থেকে এখনো পর্যন্ত আট দফায় বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। ঘটনার পর শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বৃদ্ধের অভিযোগ, ১১ তারিখ ফোন চুরির পর বিএসএনএল অফিসে নতুন সিম কার্ড আনতে গেলে সেখান থেকে সিম কার্ড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়। এরপরেই ওই সিম ব্যবহার করে আট দফায় টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানতে পারেন তিনি। এরপরেই তিনি নতুন সিম কার্ড নিয়ে ব্যাঙ্কে গিয়ে সমস্ত অ্যকাউন্ট ব্লক করেন। জানা গিয়েছে, ওই অ্যকাউন্ট থেকে শিলিগুড়ি এবং মহারাষ্ট্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গিয়েছে।