
নিজেস্ব প্রতিনিধিঃ যাত্রীর রোষের মুখে পড়লেন খোদ পাইলট। ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর ফ্লাইটে। ঘন কুয়াশার কারণে বিমান ওঠা-নামায় দেরি হওয়ার কথা ঘোষণা করতেই এক ক্ষুব্ধ যাত্রী উঠে গিয়ে পাইলটকে গিয়ে ঘুষি মারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ভিডিয়োয় দেখা গিয়েছে, কুয়াশার কারণে বিমান ওঠা-নামায় দেরি হচ্ছে। ফ্লাইট ডিউটির সময় পরিবর্তন হওয়ায় পাইলটও পরিবর্তন হয়। নতুন পাইলট এসে বিমান আরও দেরি হওয়ার ঘোষণা করতেই হলুদ হুডি পরা এক ব্যক্তি উঠে গিয়ে পাইলটকে ঘুষি মারেন। বিমানের একদম শেষ সারিতে বসেছিলেন ওই যাত্রী। পাইলট ঘোষণা করতেই তিনি উঠে দৌড়ে বিমানের একদম সামনে যান এবং পাইলটকে ঘুষি মারেন। ঘটনা টি ঘটেছে দিল্লি বিমান বন্দরে।