
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ ত্রিপুরার দুই গোষ্ঠী ‘ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা’(NLFT) এবং ‘অল ত্রিপুরা টাইগার ফোর্স’(ATTF) কে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী পাঁচ বছরের জন্য তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রের বিবৃতিতে নিষিদ্ধ ঘোষণার কারণ হিসাবে, হিংসামূলক কার্যকলাপে জড়িত থাকা, উত্তর-পূর্বের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে বেআইনিভাবে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য ক্ষতিকর, হিংসাত্মক ও বেআইনি কার্যকলাপে জড়িত থাকা, সাধারণ মানুষকে হত্যা, ত্রিপুরার ব্যবসায়ী ও জনসাধারণের কাছ থেকে তোলাবাজি, প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র রাখার জন্য প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ করা হয়েছে। ১৯৯৬ সালে ত্রিপুরায় এই দুই সংগঠনের উৎপত্তি হয়েছিল।