
স্পোর্টস ডেস্ক : এরই নাম কী অস্ট্রেলিয়া! হারাতে হলে এদের আইসিসি টুর্নামেন্টের প্রথমেই হারাও। একবার নকআউটে গেলে বাঘ যেমন মাংসের স্বাদ পেলে ক্ষিপ্ত হয়ে ওঠে অজিরা তেমনই হয়ে যায়। প্রজন্মর পর প্রজন্ম এটাই হয়ে এসেছে। নাহলে যে অস্ট্রেলিয়া কোনো মতে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে গেলো তারাই ফাইনালে এমন ক্রিকেট খেলল যে টানা ১০ ম্যাচ জেতা ভারত দাঁড়াতেই পারলো না। এদিন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বলেন,ফাইনালের জন্য সেরাটা তুলে রেখেছিলাম। ভারতকে মাত্র ২৪০ রানে আটকে রাখাটা দারুণ ব্যাপার। সত্যি বলতে ৩০০-র নীচে আটকানোটাই দুর্দান্ত। সত্যি বলতে আমি তাদের মধ্যেই পড়ি হৃদয় যেমনই হোক, মস্তিষ্ক দিয়ে ভাবতেই পছন্দ করি।’
ম্যাচের আগে প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল, আমেদাবাদের গ্যালারির লক্ষাধিক সমর্থকও তাদের বিরুদ্ধে থাকবে। কামিন্স আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, সকলকে চুপ করাবেন। দেশের জন্য ষষ্ঠ বিশ্বকাপ জিতে কামিন্স বলেন, ‘সত্যি বলতে এমন পরিস্থিতিতে খেলার সুযোগ হয়নি। পরিবেশটা দারুণ লাগছিল। চারিদিকে শুধুই নীল জার্সি। এরকম আবেগ কখনও দেখিনি। এমন পরিবেশে খেলা এবং বিশ্বকাপ জেতা দুর্দান্ত অনভূতি।’