
স্পোর্টস ডেস্ক : বিশ্বের এক নম্বর তারকা হেরে গেলেন সেমিফাইনালে। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শেষ হয়ে গেল ৩৬ বছরের নোভাক জকোভিচের। ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী হেরে গেলেন ২২ বছরের জানিক সিনারের কাছে। জকোভিচ হারলেন ১–৬, ২–৬, ৭–৬ (৮-৬), ৩–৬ সেটে। সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হল তাঁকে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাইও ছিলেন তিনি। চতুর্থ বাছাই সিনার জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠলেন। ফাইনালে তিনি খেলবেন মেদভেদেভ–জাভরেভ ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।
২৪ গ্র্যান্ড স্লামের মালিক এদিন একেবারেই ছিলেন বিবর্ণ। ইতালির তরুণ শুরু থেকেই ছিলেন ছন্দে। প্রথম দুটো সেট দাপটের সঙ্গে জিতে নিয়েছিলেন। তৃতীয় সেট জিতে জকোভিচ ফিরলেও চতুর্থ সেটে আবার সিনার দাপট।