
স্পোর্টস ডেস্ক :—-চোকার্স তকমা দূর হল না দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে হার ৩ উইকেটে। আর হারের পরে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে প্রশ্ন উঠছে। যেমন ব্যাটে রান নেই গোটা বিশ্বকাপ সহ সেমিতে অস্ট্রেলিয়া ম্যাচে। তেমনই ক্যাপ্টেন্সিও বেশ খারাপ। আর ম্যাচের পরে ইডেনে বাভুমা বললেন,এই হারের হতাশাটা কথায় বলে বোঝানো যাবে না। প্রথমেই অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাই। ফাইনালের জন্য তাদের শুভ কামনা। তারা আজ খুব ভালো খেলেছে। আমরা অনেক নমনীয়তা দেখিয়েছি। ব্যাট-বল নিয়ে আমরা যেভাবে শুরু করেছি তা হতাশাজনক ছিল, সেখানেই আমরা হেরেগিয়েছিলাম। মিলার এবং ক্লাসেনের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আমাদের সুযোগ ছিল, কঠিন সুযোগ আমরা মিস করেছি, যদি আমরা সেটা ধরে রাখতাম তবে এটি আরও কিছুটা কাছাকাছি হতে পারত। কুইন্টন হয়তো অন্যভাবে তার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন। এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, আমার মনে হয় সে তার সময়টা মনে রাখবে। তাকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের গ্রেটদের মধ্যে গণ্য করা হবে।’ তবে, অস্ট্রেলিয়ার ফাইনালে পৌঁছনোর এই ম্যাচে মশলার অভাব ছিল না। নিঃসন্দেহে চলতি বিশ্বকাপে সেরা ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচকে বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচের তকমা এনে দিলেন দুই দলের বোলাররা। বিশেষ করে অতি অল্প রানকে পুঁজি করে যে ভাবে দক্ষিণ আফ্রিকার বোলাররা নিজেদের উজার করে দিলেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। পাশাপাশি ইডেন গার্ডেন্স বুঝিয়ে দিল ভারত খেলুক কিংবা অন্য কোনও দেশ ক্রিকেটপ্রেমী কলকাতার মানুষ গ্যালারি ভরাতে কার্পণ্য করেন না। এই সেমিফাইনাল মাঠে বসে উপভোগ করলেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ।