
সুম্নত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ বুধবার সনিয়া গান্ধীর বাসভবনে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে ‘ইন্ডিয়া র সম্মেলন শুরুর ঠিক একদিন আগে রাহুল সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বৈঠক জাতীয় বিরোধী রাজনীতিতে অন্য দরজা খুলে দিল। কংগ্রেস এবং তৃণমূল— উভয় শিবির সূত্রেই দাবি, বৈঠক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কংগ্রেস সূত্রের খবর, আলোচনা হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটের সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে। তাৎপর্যপূর্ণ বিষয়, আগামী দু’দিন রাহুল এবং অভিষেক একই শহরে অর্থাৎ মুম্বইয়ে থাকবেন। থাকবেন একই সভাকক্ষে। কিন্তু তা সত্ত্বেও আলাদা করে দিল্লিতে এই বৈঠক নিয়েও দেশের রাজনিতিতে একাধিক প্রশ্ন উঠেছে।