
ওঙ্কার ডেস্কঃ ফের আবাস যোজনা প্রকল্পের তালিকায় দুর্নীতি। যোগ্য প্রাপ্রকদের বদলে আবাস যোজনা তালিকায় টাকা নিয়ে অযোগ্য প্রাপকদের নাম তুলে দেওয়ার অভিযোগ ব্লক অফিসের দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে। তাদের নাম সঞ্জয় বোস ও বিশ্বজিৎ মিত্র, তারা বিডিও অফিসের কর্মচারী। ইতিমধ্যেই বনগাঁ ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ করা হয়েছে দুই কর্মচারীর বিরুদ্ধে |
তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পদবি বদলে একাধিক দুর্নীতি হচ্ছিল, পঞ্চায়েত থেকে অভিযোগও করা হয়েছিল। জেলা শাসককেও জানানো হয়েছিল বিষয়টি। দুজন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। যারাই এই চক্রের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করার কথা বলেছি।
অন্যদিকে, বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন, এই দুজন শুধু জড়িত নয় একাধিক এলাকায় একাধিক বিডিও অফিসের কর্মীরাও এই কাণ্ডে যুক্ত রয়েছে।