
ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুলকি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে হামলা চালালে ফল ভুগতে হবে বলে ট্রাম্পকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে হুমকি দিয়ে বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়। তাহলে সেদেশে বোমা হামলা চালানো হবে। শুধু তাই নয়, ট্রাম্পের হুঁশিয়ারিতে ছিল বাণিজ্য প্রসঙ্গও। পাশাপাশি যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
এবার মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা জবাব দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেদেশে হামলা চালায় তবে উপযুক্ত জবাব দেওয়া হবে। খামেনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আর ইজরায়েলের শত্রুতা সব সময়ই ছিল। তারা আমাদের আক্রমণের হুমকি দেয়। তবে যদি তারা কোনো দুষ্কর্ম করে, তবে তাদের অবশ্যই শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হবে।’
উল্লেখ্য গত সপ্তাহে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর পর ট্রাম্প বলেন, ‘যদি ইরান কোনও চুক্তি না করে, তাহলে বোমাবর্ষণ হবে। এবার এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এমন আশঙ্কাও আছে, যদি তারা চুক্তি না করে, তাহলে আমি তাদের ওপর চার বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব।’ এবার সেই হুমকির পাল্টা হুমকি এলো ইরানের তরফে।