
তামসী রায় প্রধান,অযোধ্যাঃ ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের আগে নবনির্মিত অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন ৬টি বন্দে ভারত ও দু’টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।
নবনির্মিত অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে স্টেশনের সব অংশ ঘুরে দেখান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এদিন ৬টি বন্দে ভারত ও দু’টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা করেন প্রধানমন্ত্রী। এদিন পতাকা নেড়ে উদ্বোধন করেন মোদি। অযোধ্যা স্টেশন থেকে বিপরীতমুখী গন্তব্যের দিকে যাত্রা শুরু করল নীল-সাদা রঙের বন্দে ভারত এবং গেরুয়া-ছাই রঙা অমৃত ভারত।পশ্চিমবঙ্গও পেল নতুন ট্রেন।