
তামসী রায় প্রধান,অযোধ্যাঃ আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন। সেদিন মন্দিরে প্রতিষ্ঠা হবেন রামলালা। তার আগে সাজ সাজ রব অযোধ্যা ধামে। শনিবার অযোধ্যায় স্টেশন, বিমানবন্দর-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মোট ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পেরও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যার উন্নয়ন এখানকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, বলে জানান প্রধানমন্ত্রী।
রামমন্দির উদ্বোধনের আগে। তার আগে নবর্বষের উপহার নিয়ে শনিবার অযোধ্যায় হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যায় ধাম স্টেশন, বিমানবন্দর-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় মোট ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পেরও শিলান্যাস করেন তিনি। মোদি বলেন, “অযোধ্যার উন্নয়ন এখানকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছতে হলে দেশের ঐতিহ্যের যত্ন নিতে হবে৷ তিনি আরও বলেন, রাম লালা সেখানে তাঁবুতে ছিলেন, আজ তার পাকা বাড়ি হয়েছে৷ শুধু রাম লালাকে নয়, দেশের ৪ কোটি দরিদ্রকেও দেওয়া হয়েছে, বলে দাবি করেন নরেন্দ্র মোদি।
শনিবার বিমানবন্দর উদ্বোধনের সময় মোদীর সঙ্গে ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিমানবন্দরের বিস্তীর্ণ অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রামমন্দিরের ঐতিহ্য তুলে ধরা হয়েছে অযোধ্যার বিমানবন্দরের অন্দরসজ্জায়। শুধুমাত্র বিমানবন্দরের ভিতরেই নয়, বিমানবন্দরের বহির্গঠনেও রয়েছে রামমন্দিরের আদলের ছোঁয়া। অযোধ্যার বিমানবন্দরের টার্মিনালটি এমন ভাবে সাজানো হয়েছে, যার পরতে পরতে রয়েছে রামায়ণ মহাকাব্যের ছোঁয়া। নবনির্মিত এই বিমানবন্দরের পেছনে ব্যয় হয়েছে ১,৪৫০ কোটি টাকা।