
নিজস্ব প্রতিনিধিঃ রামায়ণে উল্লেখিত সরযূ নদীর তীরে প্রতিষ্ঠিত হল রাম মন্দিরের। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে বেলা ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ডে অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হয় রামের বিগ্রহের। পবিত্র এই মুহূর্ত স্থায়ী ছিল ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করলেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রামমন্দিরের গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং আরএসএস প্রধান মোহন ভাগবত সেই সময় পুষ্পবৃষ্টি করা হয় আকাশ থেকে। হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে দেওয়া হয় অযোধ্যা নগরীর উপর। পঞ্চপ্রদীপে রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী মোদী। পূজাপাঠ শেষে রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন নরেন্দ্র মোদী। প্রাণপ্রতিষ্ঠা শেষে অযোধ্যার রামমন্দির থেকে আসেন প্রধানমন্ত্রী। হাত জোড় করে মন্দির চত্বরে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি।