
ওঙ্কার ডেস্ক: মহাকুম্ভের মৌনী অমাবস্যার পূর্ণ তিথিতে পুন্যস্নান চলা কালীন ঘটলো এক মজার ঘটনা। ত্রিবেণী সঙ্গমে সাধুসন্তদের সঙ্গে উপস্থিত ছিলেন মথুরার সাংসদ তথা প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী। একসাথেই ডুব দিলেন বাবা রামদেব ও অভিনেত্রী, কিন্তু ডুব দিয়ে ওঠা মাত্রই হেসে উঠলেন হেমামালিনী । সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমত এই ভিডিও ভাইরাল। কি এমন করলেন বাবা রামদেব?
ভিডিওতে দেখা যাচ্ছে বাবা স্নানের জন্য ডুব দিচ্ছেন। ডুব দিয়ে ওঠা মাত্রই তাঁর মাথার ঝাপটে লম্বা চুল গিয়ে পড়ে পিছনে দাঁড়িয়ে থাকা অন্য সাধু সন্তদের গায়ে। এমন কান্ড দেখে না হেসে থাকতে পারলেন না অভিনেত্রী হেমা জি। তৎক্ষণাত যোগগুরুর উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় অভিনেত্রীকে। হেমা মালিনী জানান, “এমন সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের, এমন সুযোগ এর আগে কখনও পাইনি। পুন্যস্নানের পর নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে