
প্রতীতি ঘোষ, বাগদা : রাত পোহালেই উপ নির্বাচন। বাগদায় ভোটের প্রস্তুতি তুঙ্গে। হেলেঞ্চা হাই স্কুলে ডিসিআরসি সেন্টার করা হয়েছে। বাগদা বিধানসভায় মোট ১২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। বুথ রয়েছে ৩০১ টি। মোট ভোটারের সংখ্যা প্রায় দু’লক্ষ ৮৫ হাজার। তার মধ্যে প্রায় এক লক্ষ ৪৭ হাজার পুরুষ ভোটার, ১ লক্ষ ৩৮ হাজার মহিলা ভোটার এবং ১৩ জন উভয় লিঙ্গের ভোটার রয়েছে।
প্রসঙ্গত, বুধবার বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । তার মধ্যে অন্যতম নজরকাড়া বাগদা বিধানসভা। মতুয়া ভোট ব্যাঙ্কে থাবা বসাতে এখানে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে. অন্যদিকে, কংগ্রেসের বাজি অশোক কুমার হালদার. ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌর বিশ্বাস. বিজেপি প্রার্থী করেছে বিনয় বিশ্বাসকে.
উল্লেখ্য, উপনির্বাচনের আগে বাগদা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির. বিনয় বিশ্বাসের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েছিল দলের কর্মী সমর্থকদেরই একাংশ। এরপর আসন্ন বাগদা উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করে বিক্ষুব্ধ বিজেপি। তবে এই নির্দল প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেবে বাগদার মানুষ, জানা যাবে ১৩ জুলাই.