
সুকান্ত চট্টোপাধ্যায়, বাগদা : উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা বিধানসভায় আগামী ১০ জুলাই ২০২৪ উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।
ঘোষনার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই দেওয়াল লিখনের কাজ শুরু করল বিজেপি। মঙ্গলবার সকালে বাগদার বানেশ্বরপুর বাজার সংলগ্ন মনোহরপুর এলাকায় দেওয়াল লেখে বিজেপি কর্মী সমর্থকেরা। প্রার্থী নামের জায়গা ফাঁকা রাখা হচ্ছে। বিজেপি কর্মীদের বক্তব্য যেই প্রার্থী হোক আমরা তাকে সমর্থন করবো। আমরা জয় লাভ করব তাই সময় নষ্ট না করে দেওয়াল লিখন শুরু করলাম।উল্লেখ্য এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়িয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস জয়লাভ করেছিলেন । তারপর তিনি ২০২২ সালে তৃণমূল কংগ্রেসে ফের চলে যান । বর্তমানে বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এর কাছে পরাজিত হয়েছেন । আর লোকসভা ভোটে দাঁড়ানোর আগে তিনি বিজেপির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন । এবার সেই কারণেই উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ।
বাগদা বিধানসভায় মোট ১২ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে । মোট ভোটার ২ লক্ষ ৭৭ হাজার ৪৬৪ । সদ্য সমাপ্ত বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা এলাকায় ৩ হাজার ভোটে এগিয়েছিলেন। সেদিক থেকে দেখতে গেলে বিজেপি ভোটের নিরিখে অনেকটা এগিয়ে রয়েছে। এখন দেখার আসন্ন বাগদা বিধান সভার ফলাফল কার অনুকূলে যায়