
শঙ্কু কর্মকার,বালুরঘাট: বালুরঘাট শহরেও চলল বুলডোজার। বেশ কিছু দিন আগে মুখ্যমন্ত্রী প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন যে শহরে ফুটপাত গুলোকে দখলমুক্ত করতে হবে। কড়া নির্দেশের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন একাধিক জায়গায় পুলিশ প্রশাসন ও পৌরসভার তরফে চালানো হয় উচ্ছেদ অভিযান । ঠিক একই ভাবে বালুরঘাট শহরেও বৃহস্পতিবার চলল উচ্ছেদ অভিযান। উল্লেখ্য১০ জুলাই অব্ধি বালুরঘাট প্রশাসন সময়সীমা বেধে দিয়েছিল। তারপরেও যেসব দোকানদারেরা ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালাচ্ছিলেন, সেই সমস্ত দোকানপাটগুলোকে ভেঙে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে । পাশাপাশি অবৈধভাবে শহরে বাইক ও চার চাকা পার্কিং গুলোকে করা হয় ফাইন। অভিযানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র।পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয় বালুরঘাট শহরে। বালুরঘাট থানা মোড় থেকে এই অভিযান শুরু হয়। বালুরঘাট শহরে একাধিক দোকান ভেঙে ফেলা হয় বালুরঘাট পুরসভার তরফে।