
নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয় দফা অর্থাৎ ২৬শে এপ্রিল ভোট রয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। তবে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র। এদিন সকালে তিনি বালুরঘাট সংলগ্ন সবজি বাজারের প্রচারের পাশাপাশি কালী মন্দিরে পুজো দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। মূলত এই কেন্দ্রের দিকে নজর রয়েছে বঙ্গবাসীর, নির্বাচনের ফলাফল কী হবে কারণ বিপ্লব মিত্রের প্রতিপক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাস্পাশি এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে আরএসপি ও আইএসএফ। প্রচারের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বলেন, একটি বড় হাসপাতাল গড়ার দাবি যে সুকান্ত মজুমদার করেছেন আগে রায়গঞ্জে এইমস করুক ওরা তো বলছিল রায়গঞ্জে এইমস করবো। সুকান্ত মজুমদার সাংসদ হয়ে পাঁচ বছরে একটা রাস্তাও করেননি বলেও কটাক্ষ করেন বিপ্লব মিত্রও।