
স্পোর্টস ডেস্ক :আর কিছু দিন পরেই টি২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাবে। তাই এখন থেকে জোরকদমে প্রস্তুতি চলছে। মেগা টুর্নামেন্ট শুরুর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন। এই পরিস্থিতিতে ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ।
বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে বিশেষ বৈচিত্র রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক স্তরে ভাল পারফরম্যান্স এবং অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের নিয়েই দল গঠন করেছে তারা। এবারের বাংলাদেশ দলে রয়েছেন দুই শাকিব। এক জন হলেন, তরুণ জোরে বোলার তানজিন হাসান শাকিব। যিনি সম্প্রতি জিম্বাবোয়ে’র বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করেছেন। অন্যদিকে রয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা তারকা শাকিব আল হাসান। যিনি দীর্ঘ দিন পর জাতীয় দলের হয়ে টি২০ ফরম্যাটে খেলবেন। টি২০ বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘ডি’-তে। ৭ জুন বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাদের গ্রুপে অন্য দলগুলি হল দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।
বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লা রিয়াদ, জাকের আলি অনীক, তনবীর ইসলাম, শাক মেহদি হাসান, রিষাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তানজিন হাসান শাকিব।
রিজার্ভ দল: আফিফ হোসেন এবং হাসান মেহমুদ।