
সুমন্ত দাশগুপ্ত,নয়া দিল্লিঃ বাংলাদেশে পরিস্থিতির দিকে নজর রেখেছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। বাংলাদেশ নিয়ে রাজ্য সভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, সে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতির দিকে নজর রাখছি। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক স্তরেও যোগাযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ নিয়ে রাজ্য সভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। অগ্নিগর্ভ বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা বলে উচ্চ কক্ষে জানান বিদেশমন্ত্রী। জয়শঙ্কর বলেন, “আমরা সংখ্যালঘুদের পরিস্থিতির দিকে নজর রাখছি। বহু গোষ্ঠী, সংগঠন সংখ্যালঘুদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করছে বলে খবর পাওয়া গিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে গভীর ভাবে উদ্বিগ্ন থাকব।
পাশাপাশি তিনি জানান, পড়শি দেশে এখনও আটকে রয়েছেন প্রায় ১৯ হাজার ভারতীয়। তাঁদের মধ্যে ৯ হাজার পড়ুয়া রয়েছে।
বিদেশমন্ত্রী রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ করে বলেন, গোটা পরিস্থিতি নজরে রেখে বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কূটনৈতিক স্তরেও যোগাযোগ রাখা হয়েছে।