
ওঙ্কার ডেস্ক: আমেরিকার নয়া শুল্কনীতি ঘোষণার পর থেকেই চরম বিপাকে পড়েছে বিশ্ববাণিজ্য ব্যবস্থা। ট্রাম্পের এই নয়া নীতির প্রভাব ইতিমধ্যেই আমেরিকার বাজারেও পড়তে শুরু করে দিয়েছে। বিশেষ করে চিনের পাল্টা জবাব স্বরূপ রপ্তানি বন্ধ করে দেওয়ায় আশঙ্কা করা হচ্ছে বিরাট সমস্যার পড়তে পারে আমেরিকা। কিন্তু সে বিষয়ে বিন্দুমাত্র চিন্তা নেই মার্কিন প্রেসিডেন্টের। হোয়াইট হাউসের অর্থনৈতিক কাউন্সিলের অধিকর্তা কেভিন হ্যাসেট জানিয়েছেন, “৫০টিরও বেশি দেশ আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে।
আমেরিকার কিছু প্রতিবেদন সুত্রে জানা গিয়েছে, আমেরিকার সকল দ্রব্যের উপর থেকে সব শুল্ক সরিয়ে নেওয়ার কথা ভেবেছে ভিয়েতনাম। পাশাপাশি তাইওয়ানও একই ধরনের পদক্ষেপের কথা ভাবছে। তারা চাইছে তাইওয়ানে মার্কিন সংস্থাগুলি আরও বেশি বিনিয়োগ করুক।
বাংলাদেশের ইউনুস সরকারও ইতিমধ্যেই আমেরিকাকে চিঠি পাঠাতে উদ্যোগী হয়েছে। বাংলাদেশি পণ্যের উপর ৩৭ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা সরকার। বাংলাদেশের বর্তমান প্রেস সচিব শফিকুল আলম রবিবার জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা আমেরিকায় দুটো চিঠি পাঠাবে। তার মধ্যে একটি চিঠি ইউনূস পাঠাবেন ট্রাম্পকে। অন্যটি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক থেকে পাঠানো হবে আমেরিকার বাণিজ্য দফতরে।