
আল সাদি, ঢাকা : বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় নয়া মোড়. আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক আলোচিত শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল আলম মোল্লা. মঙ্গলবার রাতে তাঁকে আটক করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি।
যশোর শহরের চাঁচড়া বাবলাতলার একটি মাছের হ্যাচারির ভেতর থেকে তাকে আটক করা হয়। সাইফুল চোরাই পথে পালিয়ে ছিলেন বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বোমা তৈরির ৯৬০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে ডিবি জানায়। সাইফুল আলম তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলে এসআই মফিজ জানান।
আনার হত্যার সময় ধৃত সাইফুল ভারতে উপস্থিত ছিলেন বলে গোয়েন্দারা ধারণা করছেন। গত ১৯ মে তিনি ভারত থেকে যশোরে ফেরেন। তার কাছ থেকে ভারতীয় সিম পাওয়া গেছে।