
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: উত্তপ্ত বাংলাদেশ। সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগ উঠছে। মন্দির ভাঙচুরের মতো খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে সোমবার বাংলাদেশের মাটিতে পা রাখলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বিশেষ বিমানে সোমবার সকালেই ঢাকায় পা রাখেন ভারতের বিদেশ সচিব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের বিদেশ সচিবকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের মহাপরিচালক ইশরাত জাহান। ভারতীয় দূতাবাস সূত্রে খবর, সোমবার বাংলাদেশের বিদেশ সচিব জসীম উদ্দীনের সঙ্গে বৈঠক করবেন ভারতের বিদেশ সচিব। এই বৈঠকের পর প্রধান উপদেষ্ট্রা ও পররাষ্ট্র উপদেষ্ট্রার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। সোমবার রাতেই দিল্লি ফিরবেন বিক্রম মিশ্রি। নর্থ ব্লক সূত্রের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নিযার্তন, উপমহাদেশের নিরাপত্তা ও দু-দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক কোন খাতে বইবে? এই বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়া দিল্লি।
অন্যদিকে বাংলাদেশের কূটনৈতিক মহলের ধারণা, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যেমন আলোচনা হবে। তেমনি বাংলাদেশ আলোচনায় তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেবে। এক,ভারতের মাটিতে বসে শেখ হাসিনার বাংলাদেশে রাজনৈতিক কার্যকলাপ বন্ধের আর্জি। ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধ করা। ভিসা নিয়ে জটিলতা কাটানো। অন্যদিকে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ভেস্তে দিতে উস্কানী দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থি নেতারা।