
ওঙ্কার ডেস্ক: পানাগড়ের হাবিবুল্লার পরে নবদ্বীপের মায়াপুর থেকে জঙ্গিযোগে গ্রেপ্তার হারেজ শেখ নামে ওপর এক কলেজ পড়ুয়া।
মঙ্গলবার তাকে দূর্গাপুর আদালতে তোলা হয়।
বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যোগ রাখার অভিযোগে কাঁকসা থানার পানাগড় মীরে পাড়ার বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছিলো এস টি এফ।
এবার নদীয়া জেলার নবদ্বীপ থানার মায়াপুর মোল্লাপাড়া থেকে জঙ্গি যোগে গ্রেপ্তার হারেজ সেখ নামের এক যুবক। মহম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মেধাবী এই ছাত্রের সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনের ওতপ্রোত যোগ খুঁজে পায় এস টি এফ কর্তারা। তার বাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়। দুর্গাপুর মহকুমা আদালতে তাকে তোলা হলে এস টি এফ ১৪ দিনের হেফাজতে পায় মহম্মদ হাবিবুল্লাহকে। এস টি এফ কর্তারা এরপর নবদ্বীপ থানার মায়াপুর থেকে গ্রেপ্তার করলো হারেজ সেখকে।তাকেও মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল।২৭ বছর হারেজ সেখের সাথে মহাম্মদ হাবিবুল্লাহ র কিরকম যোগ ছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে এসটিএফ কর্তারা।