
আল সাদি, বাংলাদেশঃ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর জানার পর পরই বাংলাদেশ জুড়ে আনন্দ উল্লাস শুরু হয়েছে। জাতীয় পতাকা জড়িয়ে ও বাজনা বাজিয়ে আনন্দ মিছিল চলছে গালি থেকে রাজপথে। বিভিন্ন স্থানে মিষ্টিও বিতরণ করা হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগ করেছেন। দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতে। দিল্লির এক গোপন ঠিকানায় কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশ ত্যগের পর, বাংলাদেশ জুড়ে, ছাত্র-জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ বিজয় উল্লাস করছে। চলছে মিষ্টি বিতরণ।
মিরপুর বাজার, বাহুবল বাজার ও পুটিজুরী বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে আনন্দ মিছিলে পা মেলান হাজার হাজার মানুষ। আনন্দ মিছিলে থাকা মানুষের দাবি, দীর্ঘদিন পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ ছিল পুরো বাঙালি জাতি বাংলাদেশ স্বাধীন হয়েছে। মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে মানুষ জনকে।
উল্লেখ্য সোমবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগের আগে ও পরে সারা দেশে পুলিশের গুলি, গণপিটুনি ও অগ্নিসংযোগে অন্তত ১৩৫ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।