
ওঙ্কার ডেস্ক: অমর একুশে বইমেলায় তসলিমা নাসরিন বই প্রকাশ বন্ধ করতে সোমবার সন্ধ্যায় বই প্রকাশক সংস্থা ‘সব্যসাচী’র স্টলে হামলা চালাল জনতা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর সোমবার সন্ধ্যায় একদল জনতা ওই স্টলে গিয়ে তসলিমার বইগুলি সরিয়ে ফেলতে বলে স্লোগান তোলে। স্টলে কর্তব্যরত ব্যক্তি তাতে রাজি না-হওয়ায় শুরু হয় হট্টগোল। পরিস্থিতি ক্রমে তপ্ত হয়ে ওঠে। শেষে পুলিশ গিয়ে বন্ধ করিয়ে দেয় বইমেলায় ওই প্রকাশনা সংস্থার স্টল। ঘটনার পরেই ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম জানান, এ বিষয়ে অমর একুশে বইমেলায়র আয়োজক বাংলা একাডেমির সাথে কথা বলছে অন্তর্বর্তী সরকার। এবং খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
পরে ইউনূস সমাজমাধ্যমে লেখেন, “একুশে বইমেলা এ দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এ দেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মিলনস্থল।বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।