
ওঙ্কার বাংলা ডেস্ক: অনুপ্রবেশের বিরুদ্ধে বড় সাফল্য পেল মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড। স্থানীয় পুলিশের সহযোগিতায় ১৭ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস। ধৃতদের মধ্যে রয়েছেন ১৪ পুরুষ ও ৩ জন মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই, নভি মুম্বই, থানে এবং নাসিকে অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে। মহারাষ্ট্রে বসবাসকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই অভিযান শুরু করেছিল মহারাষ্ট্র এটিএস। বিষয়টি নিয়ে এক পুলিশ কর্তা বলেন, ‘এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় চলতি সপ্তাহে মুম্বই, নভি মুম্বই, থানে এবং নাসিক শহরে অভিযান চালায়। অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য এবং উপযুক্ত নথি ছাড়া দেশে থাকার জন্য ১৪ জন পুরুষ ও তিনজন মহিলা সহ মোট ১৭ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে।’
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, তারা জাল আধার কার্ড ও প্যান কার্ড ব্যবহার করে এ দেশে থাকছিল। ধৃতদের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা দায়ের করা হয়েছে।