
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ কোটা সংস্কারের দাবিতে প্রতিদিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে বাংলাদেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় টহল দিচ্ছে সেনা। চলছে কার্ফিউ। এবার এই পরিস্থিতি নিয়ে মুখ খুলল রাষ্ট্রপুঞ্জ।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ । পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। আহত বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় টহল দিচ্ছে সেনা। চলছে কার্ফিউ। এবার এই পরিস্থিতি নিয়ে মুখ খুলল রাষ্ট্রপুঞ্জ।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ছাত্রদের উপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই ধরনের হামলাকে বিস্ময়কর বলেও উল্লেখ করেছেন তিনি। ভলকার টার্ক আরও বলেন আন্দোলনকারী পড়ুয়াদের উপর কারা হামলা চালাল, তা খুঁজে বের করা প্রয়োজন। এর জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার। বাংলাদেশ নিয়ে এই প্রথম রাষ্ট্রপুঞ্জের কেউ মন্তব্য করলেন।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে বাংলাদেশে। আন্দোলনের পুরোভাগে রয়েছেন সে দেশের ছাত্র-ছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ছাত্রবিক্ষোভ। পুলিশের গুলিতে ছ’জন পড়ুয়ার মৃত্যুও হয়। এরপরই বাংলাদেশের নানা প্রান্তে আগুন জ্বলে ওঠে। প্রায় প্রতিদিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে।