
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ থেকে সরল মেয়েদের টি-২০ বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে হবে টুর্নামেন্ট। দুবাই এবং শারজাতে হবে টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের এই অশান্তির আবহে মেয়েদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা নিয়ে সংশয়ে ছিল আইসিসি। বিকল্প ভেন্যু ভাবা হচ্ছিল। এই নিয়ে আলোচনা চালাচ্ছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মেয়েদের বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু গতমাসে অগ্নিগর্ভ হয়ে ওঠে ওপার বাংলা। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়েন তিনি। তারপর থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও দেশ ছাড়েন। জানিয়ে দেওয়া হয়, মেয়েদের বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নিয়ে গেলেই ভাল হয়। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আইসিসি।
আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালারডিস একটি বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু সেটা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে। আশা করছি শীঘ্রই বাংলাদেশে কোনও আইসিসি টুর্নামেন্টে আয়োজন করা যাবে। সংযুক্ত আরব আমিরশাহি টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হয়ে যাওয়ায় ওদের ধন্যবাদ।’